দেশের প্রতিভাবান কিশোর ফুটবলারদের নিয়ে আয়োজিত ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ প্রতিযোগিতার প্রথম পর্ব সিলেট জোনে সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত ফাইনালে মৌলভীবাজার জেলা ফুটবল দল ২-১ গোলে সুনামগঞ্জ জেলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।
সিলেটের আবুল মাল আব্দুল মুহিত স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখান দুই দলের খেলোয়াড়রা। সুনামগঞ্জ জেলা ফুটবল দলের জায়েদ খান ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। মৌলভীবাজার জেলা দলের ফরোয়ার্ড সমীর আহমেদ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। এছাড়া, মৌলভীবাজার দলের নুহান আহমেদ সিলেট জোনের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
সিলেট পর্ব শেষ হওয়ার পর এবার উত্তেজনা ছড়িয়ে পড়বে চট্টগ্রাম জোন-১ এ। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে এই জোনের খেলা।