অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ। তবে ম্যাচ ভেন্যুতে পৌঁছাতে আরো ঘন্টা তিনেকের অপেক্ষা যুবাদের। বাংলাদেশ সময় আজ বিকেল ০৪.৩৫ টায় ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ। সন্ধার আগে আগে কলকাতা বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। এখন বাংলাদেশের পরবর্তী গন্তব্য ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বর, যেখানেই অনুষ্ঠিত হবে এবারের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। আজ বাংলাদেশ সময় রাত ০৯.৩০টা নাগাদ ভুবনেশ্বরে টিম হোটেলে ওঠার কথা জানিয়েছেন দলের ম্যানেজার বিজন বড়ূয়া।

উল্লেখ্য আগামী ২৫ জুলাই ভারতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।দেশ ছাড়ার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বাফুফে। দলের অধিনায়ক হিসেবে থাকছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার তানভির হোসেন। হেড কোচ হিসেবে ডাগআউটে দাঁড়াবেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। সহকারী কোচ হিসেবে থাকবেন রাশেদ আহমেদ এবং গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ম্যাচসূচি:

২৫ জুলাই: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২৭ জুলাই: বাংলাদেশ বনাম ভারত
২৯ জুলাই: মালদ্বীপ বনাম বাংলাদেশ
২ আগস্ট: বাংলাদেশ বনাম নেপাল

Previous articleঅ-২০ সাফ চ্যাম্পিয়নশিপ; স্মলির আস্থায় এলিট একাডেমির ফুটবলাররা!
Next articleকিংস অ্যারেনায় চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করতে চায় বসুন্ধরা কিংস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here