বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন কাজের অভিজ্ঞতা নিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্লাব উলভস এফসিতে। তিনি ক্লাবটির সিনিয়র, বয়সভিত্তিক ও নারী দলের গোলরক্ষকদের নিয়ে কাজ করবেন।

এই সফরে নয়ন প্রায় ১৮ দিন ব্রিসবেনে অবস্থান করবেন এবং উলভস এফসির প্রশিক্ষণ কাঠামোর সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। গোলরক্ষক কোচিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ লাইসেন্সধারী এই কোচ ইতোমধ্যেই দেশীয় পর্যায়ে নিজেকে প্রমাণ করেছেন।

নুরুজ্জামান নয়ন ২০১৯ সাল থেকে বসুন্ধরা কিংসের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই সফর তার পেশাদার অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের গোলরক্ষক কোচিং উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তিনি।

Previous articleঅ-১৭ জাতীয় গোল্ডকাপের শিরোপা জিতলো রংপুর ও রাজশাহী!
Next articleনতুন ভূমিকায় বাংলাদেশে ফিরছেন ক্রুইফ-কোস্টার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here