বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে ৬-০ গোলে উড়ে গিয়েছে বাফুফে এলিট একাডেমি। অথচ গত আসরে রানার্স আপ হয়েছিল তারা। চলতি লিগেও দ্বিতীয় স্থানে ছিল এলিট একাডেমি। কিন্তু টেবিলের তৃতীয় স্থানে থাকা ফকিরেরপুললের কাছে রীতিমত বিধ্বস্ত হলো যুবারা। এদিকে দিনের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব ও নোফেল স্পোর্টিং ক্লাব।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ৫ম মিনিটেই এলিট একাডেমির জালে বল জড়ান ফকিরেরপুলের ফরোয়ার্ড ডালিম। এরপর এই ডালিমের গোলেই ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর ৪২তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ৩-০ গোলের লিড নিয়ে দলকে বিরতিতে নিয়ে যান ডালিম।

বিরতির পর কিছুটা প্রতিরোধ গড়ে এলিট একাডেমি। কিন্তু ৭৬তম মিনিটে রাফায়েল গোল করলে ৪-০ গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর ৮০তম মিনিটে আবারো এলিটের জালে বল পাঠান রাফায়েল। আর ম্যাচের শেষ দিকে ৮৮তম মিনিটে নিজের চতুর্থ গোলের সঙ্গে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ৬-০ গোলের বড় জয় নিশ্চিত করেন ডালিম। প্রত্যাশিত ভাবে ম্যাচসেরার পুরস্কারও জিতে নিয়েছেন তিনি।

Previous articleফেড কাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি?
Next articleনারী লিগের দলবদল শুরু; কোথায় যাচ্ছেন সাবিনা-সানজিদারা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here