জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষ করোনা আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেশসেরা ডিফেন্ডার নিজেই নিশ্চিত করেন।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের বাকি চার ম্যাচ সামনে রেখে গাজীপুর সারাহ রিসোর্টে আজ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও যোগ দেন নি তিনি। ক্যাম্পে যোগ দেয়ার আগে ব্যাক্তি উদ্যোগে প্রত্যেক খেলোয়াড়ের করোনা পরীক্ষা ছিল বাধ্যতামূলক। গত ৩ই আগস্ট সেই পরিক্ষায় ধরা পড়েন এই ডিফেন্ডার। তিনি জানান, ৩ই আগস্ট করোনা পরীক্ষা করিয়েছিলাম, গতকাল আমার পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাই ক্যাম্পে যোগ দেই নি। প্রথমে ব্যাক্তি উদ্যোগে ও দ্বিতীয় দফায় ঢাকায় বাফুফের উদ্যোগে খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হবে।

করোনা নেগেটিভ সনদ নিয়েই জাতীয় দলের ক্যাম্পে গাজীপুরের সারাহ রিসোর্টে উঠবে খেলোয়াড়েরা। প্রাথমিকভাবে ৩৬ জন ফুটবলারকে ডাকা হলেও আপাতত ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল ৩১ জনকে নিয়ে। তবে বিশ্বনাথ ঘোষ করোনা আক্রান্ত হওয়ায় সেই সংখ্যা দাড়ালো ৩০ জনে। আজ ১১ ও আগামীকাল বৃহস্পতিবার ১২ জন ও শুক্রবার ৭ জন ফুটবলারকে ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে।

Previous articleকিংসের ডেরায় ব্রাজিলিয়ান রবসন আজেভেদো দা সিলভা রবিনহো
Next articleজাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্পে করোনা ভাইরাসের হানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here