ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২ এর নিজেদের শেষ তিন ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। মাঠের অনুশীলন শুরুর পূর্বে সব খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হয়, কিন্তু ফলাফল এসেছে আজ। এতে করোনা পজিটিভ হয়েছেন উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম।
করোনা পরীক্ষা করার পর ফলাফল হাতে আসা ছাড়াই অনুশীলন শুরু করায় ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। ইব্রাহিমের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি আর ভয়ানক দিকে যেতে পারে। যেহেতু তিনি সব খেলোয়াড়দের সাথে অনুশীলন করেছেন, তাই ঝুঁকি থাকছেই।
তবে করোনা পজিটিভ আসলেও আজই আবার তার নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। পাশাপাশি তার রুমমেট সোহেল রানার নমুনাও সংগ্রহ করা হয়েছে। তাদের আবার পরীক্ষা শেষে ফলাফল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বর্তমান নিজ রুমেই আইসোলেশনে আছেন তিনি।