স্প্যানিশ অস্কার ব্রুজন এরপর রোমানিয়ান ভ্যালেরিউ তিতা – বসুন্ধরা কিংস এবার যাচ্ছে ইউরোপের বাইরে। এতদিন লাতিন ফুটবলারদের আধিক্য দেখানো ক্লাবটি এবার নিয়োগ দিয়েছে সে অঞ্চলের কোচ। ২০২৫-২৬ মৌসুমের জন্য কিংসের কোচের দায়িত্ব নিলেন ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াস!
৫৮ বছর বয়সী এই কোচের প্রোফাইল বেশ সমৃদ্ধ। একইসঙ্গে এশিয়ার ক্লাব ফুটবলে কাজ করার অভিজ্ঞতাও বেশ। ব্রাজিল অ-১৭ দলের কোচের দায়িত্ব নিয়ে দলকে নিয়েছেন যুবাদের বিশ্বকাপে। এছাড়া দক্ষিণ কোরিয়ান ক্লাব পোহাং স্টেলার্সের হয়ে ২০০৭-০৯ মৌসুমে জিতেছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। একই ক্লাবের হয়ে জিতেছেন দক্ষিণ কোরিয়ান লিগ, কোরিয়ান কাপ ও কোরিয়ান লিগ কাপের শিরোপা। দায়িত্ব সামলেছেন ক্লাব বিশ্বকাপেও। তার অধীনে তৃতীয় স্থানে ছিল দক্ষিণ কোরিয়ান ক্লাব পোহাং স্টেলার্স।
দক্ষিণ কোরিয়ান ক্লাবটির দায়িত্ব ছাড়ার পর মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি নামি ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন তিনি। যে তালিকায় আল আহলি, আল ওয়াসল, আল হিলাল, উম সালালের মত ক্লাব। ২০১৬ সালে পাশ্ববর্তী দেশ ভারতের নর্থইস্ট ইউনাইটেডের কোচের দায়িত্বে ছিলেন তিনি। সবশেষ ২০২৩-২৪ মৌসুমে কুয়েতের ক্লাব কাজমার কোচের দায়িত্ব পালন করেন ফারিয়াস।
অস্কার ব্রুজনের বিদায়ের পর রোমানিয়ান কোচ ভ্যালেরিউ তিতা কিংসকে সাফল্যের পথে রাখতে পারেননি। যদিও অস্কারের মত শক্তিশালী দল না পাওয়া এবং ইনজুরি সমস্যায় বেশ ভুগেছেন তিনি। তারপরও তাকে আর রাখেনি কিংস কর্তৃপক্ষ। এবার নতুন কোচের ভূমিকায় আস্থা রেখেছে ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসের উপর। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচ দিয়ে নিজের যাত্রা শুরু করবেন তিনি। এবার দেখার পালা বসুন্ধরা কিংসকে সাফল্যের পথে রাখতে কতটা সফল হন ফারিয়াস।