ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২ এর নিজেদের শেষ তিন ম্যাচকে সামনে রেখে ক্যাম্পে যোগ দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা।
আজ শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলের ম্যানেজার মোঃ ইকবাল হোসেন এর কাছে রিপোর্ট করেছে জামাল ভুইঁয়ারা। প্রকাশিত তালিকার ৩২ জন ফুটবলার আজ ক্যাম্পে আসেন। ক্যাম্পে ওঠার পর ফুটবলারদের সবাইকে করোনা টেস্ট করানো হয়েছে। ইনজুরির কারণে যোগ দেননি বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। বিশ্বকাপ বাছাইয়ের এই তিন ম্যাচে তাকে পাওয়া যাবে না।
আগামীকাল (সোমবার) সকাল ১০ টা থেকে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে ফুটবলাররা। দেশে ক্যাম্প শেষে কাতারেও দশ দিন ক্যাম্প করার পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে তাদের।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বাংলাদেশের বাকি তিনটি ম্যাচ জুনে কাতারে অনুষ্ঠিত হবে। ৩ জুন বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।