আগামী ২০ মার্চ সিলেটে শুরু হচ্ছে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশের সঙ্গে টুর্নামেন্টে খেলবে খেলবে ব্রুনাই দারুসসালাম ও সিশেলস। এই টুর্নামেন্ট সামনে রেখে হাভিয়ের ক্যাবরেরার সাথে কাজ করতে নতুন সহকারী কোচ, গোলরক্ষক কোচ এবং ফিজিও নিয়োগ দিয়েছে বাফুফে। নতুন তিনজনের মধ্যে সহকারী কোচ ও গোলরক্ষক কোচ স্প্যানিশ এবং ফিজিও ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান।

বাংলাদেশের নতুন সহকারী কোচের নাম ডেভিড গোমেজ। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচের বার্সেলোনার যুক্তরাষ্ট্রের একাডেমিতে ৫ বছরের বেশি সময় ধরে কাজ করার পাশাপাশি স্পেনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আর নতুন গোলরক্ষক কোচ হিসেবে নিয়োগ পাওয়া মিগুয়েল অ্যাঞ্জেল ইগ্লেসিয়াস আনিদো সবশেষ কাজ করেছেন মালয়েশিয়ান ক্লাব জোহর দারুল তাজিমে। এছাড়া স্পেনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এর পাশাপাশি ফুটবলারদের ফিটনেস নিয়ে কাজ করবেন নতুন ফিজিও যোগেশ্বর সেন্থিলকুমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here