জোড়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ভুটান সফরে রয়েছে বাংলাদেশ দল। ইতিমধ্যেই প্রথম ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে হাভিয়ের ক্যাবরেরা শিষ্যরা। এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামার অপেক্ষা। থিম্পুতে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচেই জয়ের লক্ষ্য পূরণ করে দেশে ফিরতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। তবে ইনজুরিতে দ্বিতীয় ম্যাচে খেলতে পারছেন না রাকিব হোসেন।
আগামীকাল (রোববার) থিম্পুতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যথারীতি ম্যাচ শুরু সন্ধ্যা ছয়টায়। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ এই ম্যাচেও জয় চায়। তবে এই ম্যাচে দলের অন্যতম সেরা তারকা রাকিব হোসনকে পাওয়া যাবে না। আগের ম্যাচে পাওয়া ইনজুরিতে ছিটকে গেছেন তিনি। দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেছেন, ‘প্রথম ম্যাচে রাকিব পায়ের গোড়ালিতে অনেক ব্যথা পেয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকের মতামত অনুযায়ী তাকে এই ম্যাচে খেলানো যাবে না। তবে লম্বা সময় তাকে বসেও থাকতে হবে না। দ্রুতই জাতীয় দলে ফিরবে সে।’
রাকিবকে না পেলেও সিরিজ জিতেই দেশে ফিরতে চান অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচের আগে শেষ অনুশীলন সম্পন্ন করে তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য ফাইনাল। আমরা ৫০ ভাগ লক্ষ্যপূরণ করেছি প্রথম ম্যাচ জিতে। দ্বিতীয় ম্যাচও জিততে চাই, মাঠ ছাড়তে চাই ৩ পয়েন্ট নিয়ে। প্রথম ম্যাচে ভুটান অনেক ভালো খেলেছে। যদিও চেনচোসহ কয়েকজন নিয়মিত ফুটবলার তাদের এই দলে নেই। তারপরও তারা অনেক ভালোভাবে লড়াই করেছে। শেষ ম্যাচে তারাও চেষ্টা করবে জেতার জন্য। আমরা হাল ছাড়বো না। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।’
প্রথম ম্যাচে জয় পেলেও বাংলাদেশের খেলা সমর্থকদের মন ভরাতে পারেনি। উল্টো স্বাগতিক ভুটান বাংলাদেশকে বেশ চাপে রেখেছিল। তাই এই ম্যাচে তাদের নিয়ে আরো বিস্তর গবেষণা করেছে বাংলাদেশের কোচিং স্টাফের সদস্যরা। হাসান আল মামুন এই বিষয়ে বলেন, ‘এই ভুটানকে আগে কখনো দেখিনি। প্রথম ম্যাচে তারা ৪-২-৩-১ পদ্ধতিতে খেলেছে। আগে কখনো তাদেরকে এই পদ্ধতিতে খেলতে দেখিনি। আগের ম্যাচের যা ভুল ছিল, তা চিহ্নিত করেছি। তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করেছি। সেখানেই খেলবো আমরা।’
এদিকে রাকিব না থাকায় স্বাভাবিকভাবেই দ্বিতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আসবে। রাকিবের জায়গায় একাদশে আসতে পারেন অধিনায়ক জামাল ভূঁইয়া কিংবা শাহরিয়ার ইমন। এছাড়া আরো কিছু খেলোয়াড়কে সুযোগ দিয়ে পরখ করতে পারেন ক্যাবরেরা। তবে সে বিষয়ে আগেভাগেই কিছু জানানো হয়নি। ম্যাচের আগেই একাদশ নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ কোচ।