বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ১৩ তম রাউন্ডের খেলায় জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে পরাজিত করেছে মারুফুল হকের শিষ্যরা।

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে প্রাধান্য বিস্তার করে খেললেও গোল পায়নি চট্টগ্রাম আবাহনী। বলার মতো কোন আক্রমনই করতে পারেনি উভয় দল।

তবে বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক হয় চট্টলার দলটি। ম্যাচের ৭৭ মিনিটে কাক্ষিত গোল পায় চট্টগ্রাম আবাহনী। কাউসার আলী রাব্বির একটি কাট ব্যাকে হেড করেন রাকিব হোসেন। তার হেড প্রতিপক্ষ এক ডিফেন্ডারের গায়ে লেগে নিক্সনের পায়ের সামনে পড়লে জোড়ালো শটে জাল কাঁপান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর ৮৭ মিনিটে ব্যবধান বাড়াতে পারতো চট্টগ্রাম আবাহনী, কিন্তু শাখওয়াত রনির শট সাইড পোস্টে লেগে ফিরলে হতাশায় পুড়তে হয় তাদের। তবে নিক্সনের ঐ একমাত্র গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।

এই জয়ে চট্টগ্রাম আবাহনী ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে সপ্তম স্থানে। বিপরীতে মুক্তিযোদ্ধা সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ টেবিলের ১১তম স্থানে।

Previous articleআজ ঢাকা মোহামেডান নির্বাচন
Next articleমোহামেডানের নেতৃত্বে যারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here