রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু হয়। এবার সে আন্দোলনে যুক্ত হলো বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া ফোরাম। আজ বাফুফে ভবনের সামনে মানববন্ধন করে কাজী সালাউদ্দিনকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। এ সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে তাকে ক্রীড়াঙ্গনে অবাঞ্চিত ঘোষণা করে হবে বলে হুমকি দিয়েছেন তারা।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ অ্যথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালাম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক, সাবেক তারকা গোলরক্ষক সাঈদ হাছান কানন, রুম্মন ওয়ালি বিন সাব্বিরসহ সাবেক ফুটবলাররা এই মানববন্ধনে অংশ নেন। এ সময় বিএনপি নেতা আবদুস সালাম ঘোষণা দেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে যেখানে পাওয়া যাবে সেখানেই লাঞ্ছিত করা হবে।

এসময় সাবেক তারকা ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বাফুফের নির্বাচন পেছানোর আহ্বান জানান। ফুটবল ফেডারেশনের সংস্কারের স্বার্থে ফিফার সাথে আলোচনা করে ২৬ অক্টোবরের নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়া যায় কিনা, তার উদ্যোগ নিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আহ্বান জানান তিনি।

মানববন্ধনের এক পর্যায়ে বাফুফে ভবনে প্রবেশ করে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। সেখানে তাদের দাবির কথা জানান তারা। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সেখানে ছিলেন না।

Previous articleক্যাবররার প্রত্যাশা পূরণ করতে পারবে তপু-মিরাজরা?
Next articleভুটানে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলো বাংলাদেশ দল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here