বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল)-এ আজকের দিনে জয় পেয়ে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব এবং ঢাকা রেঞ্জার্স ক্লাব। বিআরটিসি স্পোর্টস ক্লাবকে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ঢাকা রেঞ্জার্স ক্লাব পরাজিত করেছে। তবে ড্র হয়েছে সিটি ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যকার ম্যাচ।

আজ বিসিএলে মুখোমুখি হয়েছে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাব ও বিআরটিসি স্পোর্টস ক্লাব। ম্যাচটিতে পিডাব্লিউডি স্পোর্টস ২-০ গোলে জয় পায়। দুইটি গোলই আসে ম্যাচের একেবারে শুরুর দিকে। গোল দুইটি করেন মোহাম্মদ রুমন হোসেন ও আবু সাইদ।

দিনের অন্য আরেক খেলায় মাঠে নামে ঢাকা রেঞ্জার্স ক্লাব এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। এই ম্যাচে ২-১ গোলে জয় পেয়ে ঢাকা রেঞ্জার্স ক্লাব। ঢাকা রেঞ্জার্স ক্লাবের হয়ে গোল করেন আল-আমিন রহমান ও আরিয়ান শিকদার।

অন্যদিকে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেছে আব্দুল কাদির জিহাদ। এই ম্যাচে ফরাশগঞ্জের উত্তম চন্দ্র রায় ও আব্দুল কাদির জিহাদ লাল কার্ড দেখেন। আজকের দিনের তৃতীয় ম্যাচটি সিটি ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

Previous articleপ্রথমবারের মতো নববর্ষের শোভাযাত্রায় নারী ফুটবলারদের উচ্ছ্বাস
Next articleনাটকীয় ম্যাচে রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here