দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) এর নির্বাহী কমিটি পুরুষোত্তম কাটেলকে ফেডারেশনের  নতুন সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি ১ এপ্রিল ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে, ২০১৫ সাল থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসা আনোয়ারুল হক ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন।

নেপালের নাগরিক পুরুষোত্তম কাটেল ফুটবল প্রশাসনের একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব। তিনি ১৭ বছর ধরে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-এর দক্ষিণ এশিয়া ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক ব্যবস্থাপনা এবং বিভিন্ন প্রতিযোগিতার তত্ত্বাবধানে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কাটেল বলেন, “সাফের সাধারণ সম্পাদক হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার জন্য বড় সুযোগ এবং একইসঙ্গে একটি চ্যালেঞ্জ। দক্ষিণ এশিয়ার ফুটবলকে আমি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেছি। এ অঞ্চলটি চ্যালেঞ্জিং হলেও সম্ভাবনাময়, এবং আমি আত্মবিশ্বাসী যে এখানকার ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল।”

তিনি সাফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের অবদানের প্রশংসা করেন।

Previous articleম্যাচ না জেতার আক্ষেপ থাকলেও সতীর্থদের নিয়ে গর্বিত হামজা
Next articleবাংলাদেশের গোল খরায় উপেক্ষিত আল-আমিন; কি বলছেন ক্যাবরেরা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here