ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। রমজানের পবিত্র মাসের পর ঈদের দিন অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ হয়ে উঠে। ঈদের আনন্দ ছড়িয়ে গিয়েছে বাংলাদেশের ফুটবল অঙ্গনেও। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ফুটবলাররা।
আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেইজে ঈদের শুভেচ্ছা জানান জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার আগে গতকাল নিজ গ্রামে অসহায় মানুষদের ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন জামাল যাতে করে সকলেই ঈদের আনন্দময় হয়ে উঠে।
সকলের জীবনকে সুন্দর ও সংগ্রামকে অর্থবহ করার দোয়া করে জাতীয় দল ও ঢাকা আবাহনীর ফুটবলার সাদ উদ্দিন নিজ ফেসবুক পেজে লিখেন, ‘ভাই ও বোনেরা, বন্ধুবান্ধব এবং পরিবারের সবাইকে জানাই ঈদ মোবারক। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া করি যে সর্বশক্তিমান আমাদের জীবনকে সুন্দর ও আমাদের সংগ্রামকে অর্থবহ করে তুলেন।’
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাওয়ার প্রত্যাশায় জাতীয় দল ও বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো তার ফেসবুক পেজে লিখেছেন, ‘পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা সবাইকে। ঈদ হউক আনন্দের, ঈদ হউক খুশীর। ঈদের আনন্দ বয়ে যাক সকলের মাঝে নির্বিশেষে।’
এছাড়াও সোহেল রানা, ইয়াসিন খান, বিপলু আহমেদ সহ অন্যান্য ফুটবলাররাও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ভিন্ন ধর্মে মতাদর্শী হলেও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দল ও বসুন্ধরা কিংসের খেলোয়াড় তপু বর্মন ও সুশান্ত ত্রিপুরা। নিজের ফেসবুক পেজে সুশান্ত লিখেন, ‘এমন একটি সৌভাগ্যশালী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যা প্রত্যেককে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ জিততে সহায়তা করার সাহস এবং শক্তি দিয়ে অনুপ্রাণিত করবে!’