পর্দা নামার অপেক্ষায় বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ফেডারেশন কাপ ২০২৪-২৫। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হবে দেশের দুই জায়ান্ট – বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী। শিরোপার মহারণে কে হাসবে শেষ হাসি সে উত্তর মিলবে আগামীকাল দুপুরে পৌনে তিনটার ফাইনালে।
এখন পর্যন্ত ফেডারেশন কাপে অপরাজিত রয়েছে ঢাকা আবাহনী। গ্রুপ পর্বে ৪ ম্যাচেই জয় তুলে নিয়ে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। এরপর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে সরাসরি পৌঁছে গেছে ফাইনালে। অপরদিকে গ্রুপ পর্বে ফর্টিসের কাছে হারলেও শীর্ষ দল হিসেবেই প্রথম কোয়ালিফায়ার খেলে বসুন্ধরা কিংস। কিন্তু টাইব্রেকারে আবাহনীর কাছে হারলেও দ্বিতীয় সুযোগে রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এবার দেশের ঘরোয়া ফুটবলের দুই পরাশক্তি শিরোপার মহারণে একে অপরের মুখোমুখি হবে।
এবারের মৌসুমে উড়ন্ত ফর্মে রয়েছে ঢাকা আবাহনী। প্রথম লেগে শুধুমাত্র দেশীয় খেলোয়াড়দের নিয়েই লিগ টেবিলের দ্বিতীয় স্থানে ছিল তারা। প্রথম লেগে বসুন্ধরা কিংসকে হারের স্বাদও দিয়েছে মারুফুল হক শিষ্যরা। এরপর ফেড কাপের কোয়ালিফায়ার ম্যাচে ১০ জনের দল নিয়েই ম্যাচে সমতা ফিরিয়ে শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে ফাইনালে পৌঁছে যায় তারা। দ্বিতীয় লেগে দলটিতে ফিরেছেন পুরোনো দুই বিদেশি রাফায়েল ও এমেকা। যা দলটির শক্তি আরো বাড়িয়েছে।
এদিকে এবারের মৌসুমে নিজেদের হারিয়ে খুঁজছে বসুন্ধরা কিংস। লিগ শিরোপা থেকে বেশ অনেকটা দূরে সরে গেছে দলটি। পুরো মৌসুমে দল গোছাতেই ব্যস্ত সময় পার করা দলটি মাঠের খেলায় সেভাবে সাফল্য পায়নি। তাই তাদের শেষ সম্ভাবনা হিসেবে রয়েছে ফেডারেশন কাপের ফাইনাল। ইতিমধ্যে লিগ শিরোপা থেকে দূরে সরে যাওয়ায় এই ম্যাচেই কিংসের সব নজর। যেকোনো মূল্যে ফেডারেশন কাপের শিরোপা জয়ের লক্ষ্য তাদের।
মুখোমুখি পরিসংখ্যান কিংসকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। ঢাকা আবাহনীর বিপক্ষে সব মিলিয়ে তাদের জয় ১০টি। তবে সাম্প্রতিক পরিসংখ্যান আবাহনীর পক্ষে কথা বলছে। এই মৌসুমে খেলা দুই ম্যাচে শতভাগ জয় আকাশী-নীলদের।
কিংস-আবাহনী বিগ ম্যাচে বেশ কিছু খেলোয়াড়ের উপর বাড়তি নজর রাখতে হবে। ইয়াসিন খান, হাসান মুরাদ, আসাদুজ্জামান বাবলু, কামরুল ইসলামদের নিয়ে গঠিত আবাহনীর দেশীয় রক্ষণ এই মৌসুমে বেশ দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে। গোলপোস্টেও মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করা মিতুল মারমাও এই ম্যাচে ব্যবধান গড়ে দিতে পারেন। মাঝমাঠে রাফায়েলের সঙ্গে হৃদয় এবং আক্রমণভাগে এমেকা, ইব্রাহিম বা শাহরিয়ার ইমনরা সাম্প্রতিক ফর্মে কিংসের জন্য বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছেন।
অপরদিকে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়া কিংস এই ম্যাচে তাদের তারকাদের দিকে তাকিয়ে থাকবে। আর্জেন্টাইন হুয়ান লেসকানো ও ঘানাইয়ান ইভান্স ইত্তি এখনো প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি। আক্রমণভাগে রাকিব, ফাহিমের সঙ্গে এই দুজনের দিকে নজর রাখবে কিংস সমর্থকরা। মাঝমাঠে গাফুরভ, ফার্নান্দেজ কিংবা সোহেল রানারা কিংসের বড় ভরসা। রক্ষণে বিশ্বনাথ, তারিক না থাকায় তপু-ডেসিয়েল জুটির উপর বড় ভরসা থাকবে তাদের। তবে গোলপোস্টে বারবার ভুল করা শ্রাবণের জায়গায় আনিসুর রহমান জিকোকে দেখা যাবে কিনা সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বড় ম্যাচে জিকোর উপর আস্থা রাখতে পারে তারা।
ময়মনসিংহে আরো একটা শিরোপার মহারণ – মুখোমুখি বসুন্ধরা কিংস-ঢাকা আবাহনী। কে হাসবে জয়ের হাসি? কে উঁচিয়ে ধরবে ফেডারেশন কাপের শিরোপা? উত্তরের জন্য আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা?