বাংলাদেশের ফুটবলে আগমনের পর থেকেই হাইপ্রোফাইল বিদেশি ফুটবলার এনে সবাইকে তাক লাগিয়েছে বসুন্ধরা কিংস। আর্জেন্টিনা জাতীয় দলে খেলা হার্নান বার্কোস, কোস্টারিকা জাতীয় দলে খেলা দানিয়েল কলিন্দ্রেস কিংবা ব্রাজিলিয়ান লিগ থেকে রবসন রবিনহো, মিগুয়েল ফিগেইরা – কিংস বরাবরই ছিল তারকাবহুল দল। তবে এবার অনেকটাই ব্যতিক্রমী দল গড়ছে তারা। নতুন মৌসুমে তারা আস্থা রাখছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে খেলা পরীক্ষিত বিদেশীদের উপর।

আবারো বসুন্ধরা কিংসে ফিরছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজ। সবশেষ ভারতীয় সুপার লিগের ক্লাব ওড়িশা এফসিতে খেলেছেন তিনি; ১১ ম্যাচে করেছেন ৩ গোল। এর আগে কিংসের হয়ে ৪৩ ম্যাচে ৪১ গোল রয়েছে ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকারের। এর আগে আবাহনীর হয়ে ১৯ ম্যাচে করেছিলেন ২২ গোল। তাই নতুন মৌসুমে পরীক্ষিত এই স্ট্রাইকারকে আবারো ফেরাতে যাচ্ছে বসুন্ধরা কিংস।

আক্রমণভাগে দলটির আরেক সংযোজন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে ইমানুয়েল। মোহামেডানের হয়ে গত দুই মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ৪৩ ম্যাচে ১৯ গোলের সঙ্গে ৬টি এসিস্ট রয়েছে তার। এর আগে অস্ট্রিয়ার টপ টায়ার ও পর্তুগালের সেকেন্ড টায়ারে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১২ সালে নাইজেরিয়া জাতীয় দলেও খেলেছেন ৩টি ম্যাচ। নতুন মৌসুমে ৩৩ বছর বয়সী সানডের উপরই আস্থা রাখছে কিংস ম্যানেজমেন্ট।

মাঝমাঠে ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তোর উপর আস্থা কিংসের। ঢাকা আবাহনীর হয়ে ৬২ ম্যাচে ২০ গোলের সঙ্গে ২১টি অ্যাসিস্ট রয়েছে তার। এর আগে ব্রাজিল, পোল্যান্ড ও ভারতের শীর্ষ স্তরের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। খেলেছিলেন ব্রাজিল অ-২০ দলেও। মাঝমাঠের এই অভিজ্ঞ তারকার উপর নতুন মৌসুমে ভরসা করতে যাচ্ছে বসুন্ধরা কিংস।

রক্ষণেও বাংলাদেশের ফুটবলে পরিচিত নাইজেরিয়ান ডিফেন্ডার ইমানুয়েল টনিকে দলে ভিড়িয়েছে কিংস। মোহামেডানের হয়ে গেল দুই মৌসুমে ৩২ ম্যাচ খেলেছেন তিনি। রক্ষণে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে সবশেষ লিগ জয়ে রেখেছেন বড় ভূমিকা। এর আগে নাইজেরিয়া ও ভিয়েতনামের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এবার ঠিকানা বদলে টনি যোগ দিচ্ছেন বসুন্ধরা কিংসে।

Previous articleবাংলাদেশ ফুটসালে নতুন অধ্যায়, দায়িত্বে ইরানের হাইপ্রোফাইল কোচ সাঈদ
Next articleকিংসের দায়িত্বে হাইপ্রোফাইল ব্রাজিলিয়ান কোচ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here