এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ সামনে রেখে শেষ মুহূর্তে প্রস্তুতি জোরদার করছে বসুন্ধরা কিংস। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হাইপ্রোফাইল ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের সহকারী হিসেবে তারই স্বদেশী স্টেফানো ইমপালিয়াজ্জোকে নিয়োগ দিয়েছে ক্লাবটি।
৬৯ বছর বয়সী অভিজ্ঞ এই কোচ এশিয়ায় দীর্ঘ সময় কাজ করেছেন। বর্তমান কোচ ফারিয়াসের সহকারী হিসেবে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে। সহকারী কোচ এবং ফিটনেস ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৮৬ সাল থেকে কোচিং ক্যারিয়ার শুরু করা এই কোচ নিজ দেশ ব্রাজিল ছাড়াও সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, মিশর, ইরান ও ইন্দোনেশিয়ার ক্লাবে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০০৬ সালে বাহরাইনের আল মুহাররাক ক্লাবের এএফসি কাপ জয়ী দলের সহকারী কোচ ছিলেন তিনি। একই ভূমিকায় দলটির হয়ে বাহরাইন প্রিমিয়ার লিগ, প্রিন্স কাপ ও কিংস কাপের শিরোপা। মালয়েশিয়ার ক্লাব কেদাহ এফএর হয়ে জিতেছেন ৩টি কাপ শিরোপা। এছাড়া কাতারের আল রায়ানের হয়ে সহকারী কোচ হিসেবে জিতেছেন শেখ জসিম কাপ।
প্রোফাইলের দিক দিয়ে বেশ সমৃদ্ধ স্টেফানো ইমপালিয়াজ্জো। একইসঙ্গে রয়েছে দীর্ঘ সময় এশিয়ান ক্লাব ফুটবলে কাজ করার অভিজ্ঞতা। তাই ফারিয়াস-ইমপালিয়াজ্জো জুটির কাছে সাফল্যের প্রত্যাশা কিংস ম্যানেজমেন্টের। সে প্রত্যাশার কতটা প্রতিদান দিতে পারবেন তারা সেটার উত্তর মিলবে মাঠের খেলায়।