জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার জেমস বাটলারের বন্ধ দরজা খুলছে বিদ্রোহী ফুটবলারদের জন্য। ভুটানের নারী লিগে খেলতে যাওয়া দশ ফুটবলারের মধ্যে পাঁচ জনকে আগামী আন্তর্জাতিক ম্যাচের জন্য জাতীয় দলে ডাক দিতে যাচ্ছেন তিনি।
দলে ফিরছেন মনিকা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও ঋতুপর্ণা চাকমা। এই পাঁচ ফুটবলারই ছিলেন সেই ১৮ জনের তালিকায়, যারা সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তাদেরই দলে অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন বাটলার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি সূত্র নিশ্চিত করেছে, আসন্ন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য এই পাঁচ ফুটবলারকে ডাকা হয়েছে। আগামী ৩১ মে জর্ডান এবং ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে জর্ডানে। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মেয়েদের এশিয়ান কাপ বাছাই শুরু হবে ২৩ জুন, মিয়ানমারে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় ভালো ফল করতে হলে শক্তিশালী ও অভিজ্ঞ স্কোয়াড গড়ার বিকল্প নেই। সেখান থেকেই বোধহয় বাটলারের এই সিদ্ধান্ত।
ভুটানের নারী লিগে খেলতে যাওয়া অন্যান্য ফুটবলাররা হলেন সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা খাতুন, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকার। যদিও তাদেরকে এবারের স্কোয়াডে রাখা হয়নি।