প্রতিবারের ন্যায় এ বছরও এএফসি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বিশ্ব নারী দিবস’ উপলক্ষে ‘এএফসি ওম্যান্স ফুটবল ডে ২০২২‘ পালন করেছে। আজ দুপুর ১২ টায় মতিঝিলস্থ বাফুফে ভবনের আর্টিফিসিয়াল টার্ফে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, বাংলাদেশের বয়সভিত্তিক দলসমূহ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী দল এবং বিভিন্ন ফুটবল একাডেমির প্রায় দুই শতাধিক কিশোরীর অংশগ্রহণে ‘এএফসি ওমেন্স ফুটবল ডে’ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাফুফের কমিটি ফর ওম্যান্স ফুটবলের চেয়ারম্যান ও ফিফার কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সহসভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি, জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা। এছাড়াও আজ দেশের আরো ৩টি জেলায়, যথাক্রমে মাগুরা, ময়মনসিংহ ও সিরাজগঞ্জে বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠানের শতাধিক করে প্রায় তিন শতাধিক কিশোরীদের অংশগ্রহণে ‘এএফসি ওমেন্স ফুটবল ডে ২০২২’ পালিত হয়।