ভুটানে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে আজ নিজেদের প্রথম ম্যাচটি খেলতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। নেপাল, ভুটানের উচ্চতায় খেলা খেলোয়াড়দের জন্য সব সময়ই চ্যালেঞ্জ। অনূর্ধ্ব-১৬ সাফ শুরুর মাত্র দুই দিন আগে থিম্পুতে পৌঁছে বাংলাদেশের কিশোর ফুটবলাররা নতুন এই কন্ডিশনের সঙ্গে কতটা মানিয়ে নিতে পেরেছে, ভারতের পাশাপাশি তারও পরীক্ষা হবে আজ।

অনূর্ধ্ব-১৬ পুরুষ সাফে বাংলাদেশ ও ভারতের খেলা গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান ভুটানে আসার অনুমতিপত্র বিলম্বে পাওয়ায় পুরো আসর এক দিন পিছিয়েছে। ফলে আজ ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের ম্যাচ। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে বেলা ৩টায় এই ম্যাচ।

এই কন্ডিশন বিষয়ে কোচ সাইফুর রহমান মনি বলেন,

‘ম্যাচ পিছিয়ে যাওয়াতে আমরা এক দিন বেশি অনুশীলনের সুযোগ পেয়েছি। যেটি আমাদের জন্য সুবিধা হয়েছে। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে একটু কষ্ট তো হচ্ছেই। যেহেতু এখানে ঠান্ডা, সবারই গলা শুকিয়ে যাচ্ছে। তবে এই দু’দিনে ছেলেরা অনেকটাই মানিয়ে নিয়েছে।’

দোয়া চেয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ দলের অধিনায়ক ফয়সাল,

‘এখানে আমরা দু’দিন হলো অনুশীলন করছি। প্রথমে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে একটু কষ্ট হলেও এখন অনেকটাই মানিয়ে নিয়েছি। শনিবার আমাদের ভারতের বিপক্ষে ম্যাচ। দেশবাসীর কাছে দোয়া চাই যেন আপনাদের আমরা ভালো খেলা উপহার দিতে পারি।’

ভারতকে হারানোর সামর্থ্য আছে তার দলের এমনটাই জানান কোচ সাইফুর রহমান মনি,
’টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব দলের জন্যই চ্যালেঞ্জিং। তবে এখানে আমরা শিরোপা জিততেই এসেছি। ভারতকেও তাই হারাতে চাই। আমার দলের সেই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি।’
Previous articleমূলপর্বে খেলার লক্ষ্য নিয়ে থাইল্যান্ড যাচ্ছে অ-২৩ দল!
Next articleআফগানদের বিপক্ষে বাংলাদেশের রণকৌশলে সাড়ে এগারো জোড়া বাঘ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here