বিপিএল যেনো বসুন্ধরা কিংসের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। লীগে নিজেদের অভিষেকের পর কোনো প্রতিপক্ষকে লীগ শিরোপার ধারের কাছেও ঘেষতে দেয় নি বসুন্ধরা কিংস। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি, আজ মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই এবার মৌসুমে লীগ শিরোপা নিজেদের করে নিলো অস্কার ব্রুজনের শিষ্যরা।

ম্যাচের প্রথমদিকে দুইবার গোল করার ভালো সুযোগ পেয়েছিলো বসুন্ধরা কিংস, তবে ডরিয়েল্টনের ভুলে সেসময় ম্যাচে এগিয়ে যেতে পারেনি কিংস। তবে এতে থেমে পড়েনি বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে এগিয়ে যেতে বসুন্ধরা কিংস খরচ করে ১৮ মিনিট। দলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ডামাসেনার থ্রু পাস থেকে মোহামেডানেট দুই জন খেলোয়াড়কে পিছনে ফেলে বলকে জালে পাঠিয়ে গোল করে পূর্বের ভুলের প্রায়শ্চিত্ত করেন ডরিয়েল্টন গোমেজ।

ম্যাচের প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বসুন্ধরা কিংস এক গোলের পুঁজিতে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে শুরুতে ম্যাচের চালকের আসন দখল করে নেয় ডরি-রাকিব-রবসনরা। খেলার ৫২ মিনিটে বসুন্ধরা কিংসের ঝুলিতে দ্বিতীয় গোলটি আসে। শেখ মোরসালিনের কর্ণার কিক ফাঁকায় থাকা ডরিয়েল্টন গোমেজ হেড করে নিজের জোড়া গোল আদায় করে নেন। মূলত জোনাল মার্কিংয়ের জন্য একেবারে ফাঁকায় পড়ে যান ডরিয়েল্টন, সেখান থেকে গোল আদায় করে নিতে কোনোরকম ভুলচুক করেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই জোড়া গোলের বদৌলতে মোহামেডানের সোলেমান দিয়াবাতের সাথে যৌথভাবে লীগের সর্বোচ্চ গোলদাতা জায়গায় ভাগ বসায় ডরিয়েল্টন।

৬৫ মিনিটে এসে এক গোল শোধ দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। বক্সের সামনে থেকে শাহরিয়ার ইমনের ফাস্ট টাচ থেকে গোলটি করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মিডফিল্ডার মিনহাজ রাকিব। এতে ফলাফল দাঁড়ায় ২-১ এ। তবে এরপর আর কোনো গোল শোধ করতে পারেনি সাদা-কালো শিবির। ফলে ২-১ জয় দিয়ে এই শিরোপা জয় নিশ্চিত করে ফেলে গত চারবারের লীগ চ্যাম্পিয়নরা।

বর্তমানে ১৫ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে লীগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে আছে বসুন্ধরা কিংস। এর পরপরই অবস্থান আজকের ম্যাচের বিজিত দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তারাও সমান খেলে ২৮ পয়েন্ট সংগ্রহ করেছে। দুই দলের মধ্যে পয়েন্ট পার্থক্য বর্তমানে ১২, হাতে তিন ম্যাচ থাকার কারণে বসুন্ধরা কিংস অন্য দলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে, এবং সেইসাথে অর্জন করে নিয়েছে নিজেদের পঞ্চম লীগ টাইটেল।

এর আগের টানা চারবার লীগ জিতে বিপিএলে অবিস্মরণীয় একটি রেকর্ড গড়েছিলো রবসন-রাকিবরা। আজ পঞ্চম শিরোপা নিশ্চিত করে সেই রেকর্ডে নতুন স্তম্ভ তৈরি করলো বসুন্ধরা কিংস

Previous articleনাসরিন ও আর্মির ঝুলিতে আরো তিন পয়েন্ট
Next articleনাসরিন ও আতাউরের গোল উৎসব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here