দেশের ফুটবল স্থবির হয়ে আছে। লিগ বাতিল। ফুটবল মৌসুম বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন দেশের বেশিরভাগ ফুটবলার। উপার্জনের পথ বন্ধ। এভাবে বসে থেকে অন্ধকারের ভবিষ্যত দেখতে চান না ফুটবলাররা। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাতে তাদের দাবি উত্থাপন করেছেন শঙ্কিত ফুটবলাররা।
শুক্রবার এক ভিডিও বার্তায় মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার লিগ বাতিল হওয়ায় খুব বাজে অবস্থার মধ্যে পড়েছি আমরা। তাই পরবর্তী লিগের জন্য খুব দ্রুত সিদ্ধান্ত নিতে বাফুফের কাছে অনুরোধ করছি। এটা আমাদের জন্য খুবই জরুরি। কারণ আমাদের পরিবার এর ওপর নির্ভরশীল। যদি আমরা পরবর্তী লিগের সম্ভাব্য দিনক্ষণ জানতে পারি, তাহলে মানসিকভাবে প্রশান্তি পাব।’
জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণ বলেন, ‘দুইটা টপিক নিয়ে বলার জন্য যাই। জাতীয় দলের খেলা শুরু হতে যাচ্ছে। সো আমরা কবে ক্যাম্প শুরু করেবো বা দ্রুত শুরু করতে পারি কি না সেই বিষয়ে জানতে চাই। যদি দ্রুত শুরু না হয় তাহলে আমরা বিশ্বকাপ বাছাইপর্বে ভাল পারফরমেন্স করতে পারবো না। যদি ভাল না করি তাহলে এশিয়ান কাপ বাছাইপর্বেও কোয়ালিফাই করতে পারবো না। আমরা চাই একটা ভাল ট্রেনিং হোক।’
মিডফিল্ডার মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘লিগ বাতিল হওয়ার পর আমরা খুব একটা ভালো নেই। আমার আশা, খেলার উপযোগী পরিস্থিতি ফেরার পর তাড়াতাড়ি লিগ আয়োজন করবে বাফুফে।’
করোনাভাইরাসের জন্য আগামী মৌসুম কবে শুরু হবে তা বলা যাচ্ছে না। জুনের শেষ দিকে খেলা শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। তবে করোনাভাইরাসের অবস্থা ক্রমবর্ধমান হারে অবনতি ঘটায় আসন্ন মৌসুম নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ফুটবলাররা।