চলমান ফিফা উইন্ডোতে আগামীকাল বিকাল ৩ঃ৪৫ মিনিটে সিলেট স্টেডিয়ামে সফরকারী সিশেলস জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিফার নিয়ম অনুযায়ী ম্যাচে প্রত্যেকটি দলকে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে। এই নিয়মের খাতিরে বাংলাদেশ দলের কোচ হাভিয়ার ক্যাবররা প্রাথমিক দল থেকে ৪ জন বাদ দিয়ে চূড়ান্ত দল ঘোষণা করেছে।

সাধারণত চূড়ান্ত দলে ৩ জন গোলরক্ষক থাকলেও, বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ ভিন্ন পন্থা অবলম্বন করেছে। তিনি ২ জন গোলরক্ষক নিয়েই দল সাজিয়েছেন। এতে করে পূর্ণাঙ্গ দল থেকে বাদ পড়েছে আরো ২ জন গোলরক্ষক। তারা হলেন আশিকুর রহমান শ্রাবণ ও শহিদুল আলম সোহেল। এছাড়া দল থেকে বাদ পড়া অন্য দুইজন খেলোয়াড় হলেন শাহরিয়ার ইমন এবং ইব্রাহিম। দল থেকে বাদ পড়লেও আগামী ম্যাচে দলের সাথেই থাকবেন বাদ পড়া এই চারজন ফুটবলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here