এগিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের সময়। অক্টোবরে শেষ হওয়ার কথা বাফুফের বর্তমান কমিটির মেয়াদ। গত বছর হয়নি বাফুফের বার্ষিক সাধারণ সভা(এজিএম)। তাই ২০২৩ সালের এজিএম আসন্ন জুনের ২৯ তারিখ করার সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
আজ (শুক্রবার) অনুষ্ঠিত বাফুফের নির্বাহী কমিটির সভায় বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। সভা শেষে বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেছেন, ‘২৯ জুন যে এজিএম হবে সেটা ২০২৩ সালের।’ মূলত এই সভায় সংস্থাটির আয়-ব্যয়ের হিসাব বাফুফের কাউন্সিলরশীপ প্রাপ্ত ক্লাবগুলোর উপস্থিতিতে পাশ করিয়ে নেয়া হয়।
এছাড়াও আজকের সভায় এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। চলমান লিগে একটি দলের অবনমন হবে এবং আগামী মৌসুমের ক্যালেন্ডার পাশ করিয়ে নেয় পেশাদার লিগ কমিটি। ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির অধীনে থাকা পাইওনিয়ার লিগ অনূর্ধ্ব-১৪, তৃতীয় বিভাগ লিগ অনূর্ধ্ব-১৬ ও দ্বিতীয় বিভাগ লিগ অনূর্ধ্ব-২০ বয়সভিত্তিক পর্যায়ে আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। ক্লাবের আবেদনের পরিপেক্ষিতে টিএন্ডটি ক্লাবকে আগামী মৌসুমে প্রথম বিভাগ লিগে খেলার বিষয়টি অনুমোদিত হয়।
এছাড়াও আলোচনায় থাকা নারী লিগের ক্লাবগুলোর কাউন্সিলরশীপ নিয়েও সিদ্ধান্ত আসে। আসন্ন বার্ষিক সাধারণ সভাতেই ৪ টি দলকে কাউন্সিলরশীপ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে।




