বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে। আজ ৩ ভেন্যুতে মাঠে নামে ৬ দল। মোহামেডানকে ২-০ গোলে হারিয়ে চমক দিয়েছে ফর্টিস এফসি। এদিকে বসুন্ধরা কিংসের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকেও ড্র করেছে নবাগত পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। আর ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পুলিশ এফসি।

কিংস অ্যারেনায় গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জমে যায় মোহামেডান ও ফর্টিসের লড়াই। ৬০তম মিনিটে ফর্টিসকে এগিয়ে দেন গাম্বিয়ান মিডফিল্ডার পা ওমর বাবু। এরপর ৭৯তম মিনিটে তার দ্বিতীয় গোলে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস এফসি।

এদিকে গাজীপুরে ম্যাচের ১৩তম মিনিটে ডরিয়েলটনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের চেহারা। ৬০তম মিনিটে পেনাল্টি থেকে গোল পিডব্লিউডিকে ম্যাচে ফেরান আকবির তুরায়েব। ৭২তম তম মিনিটে আরমান ফয়সাল আকাশের গোলে সমতায় ফেরে নবাগত দলটি। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এদিকে দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১-০ গোলের জয় পায় বাংলাদেশ পুলিশ এফসি। দলটির হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার পাওলো হেনরিক।

Previous articleতিয়ানইউ লিউফাং কাপে রানার্সআপ বাফুফে একাডেমি অ-১৭ দল
Next articleভারতের কাছে হেরে রানার্স আপ বাংলাদেশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here