নারী ফুটবলাররা দক্ষিণ এশিয়া থেকে এশিয়ান মঞ্চ—সবখানেই সাফল্যের ছাপ রেখেছেন। একের পর এক শিরোপা জিতে ভরিয়ে দিয়েছেন দেশের ট্রফি কেবিনেট। তবে এখনো অপূর্ণতা রয়ে গেছে একটি জায়গায়—সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। সেই শিরোপা ঘরে তোলার মিশনেই বুধবার ভুটানে মাঠে নামছে লাল-সবুজের কিশোরীরা।

বুধবার ভুটানের থিম্পুতে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। চার দলের এই প্রতিযোগিতা হবে ডাবল লিগ ভিত্তিতে। বাংলাদেশ প্রথম ম্যাচেই মুখোমুখি হবে স্বাগতিক ভুটানের। শেষ ম্যাচ হবে ৩১ আগস্ট। লিগ ম্যাচ শেষে টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।

সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতার ফরম্যাট নির্ধারণ হয় এএফসির প্রতিযোগিতার সাথে সামঞ্জস্য রেখে। সে ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো হচ্ছে নারীদের অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। প্রথম আসর হয়েছিল ২০২৩ সালে ঢাকায়। আমন্ত্রিত দল হিসেবে অংশ নিয়ে শিরোপা জিতেছিল রাশিয়ার মেয়েরা, আর রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।

এ পর্যন্ত দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে মোট ৯টি ট্রফি জিতেছে বাংলাদেশ। এর মধ্যে দুইবার সিনিয়র সাফ, দুইবার করে অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৯ সাফ এবং একবার করে অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৫ শিরোপা। কেবল অনূর্ধ্ব-১৭ ট্রফিটিই বাকি।

ভুটান থেকে যদি এই ট্রফি জিতে ফিরতে পারে লাল-সবুজের মেয়েরা, তবে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে সাফল্যের বৃত্ত পূর্ণ হবে বাংলাদেশের।

Previous articleবাহরাইনে প্রীতি ম্যাচে হেরে গেল বাংলাদেশ অ-২৩ দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here