অবশেষে শেষ হলো কিউবা মিচেলের অপেক্ষার প্রহর। বসুন্ধরা কিংসের এই ফুটবলার ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চলমান ক্যাম্পে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান।

ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা কিউবা মিচেলকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা ছিল অনেক দিন ধরেই। ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের হয়ে অভিষেক হলেও এতদিন জাতীয় দলে সুযোগ পাননি তিনি। অবশেষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে ভারত ও নেপালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে প্রাথমিক স্কোয়াডে যুক্ত করেছেন।

গত ৩০ অক্টোবর ১৫ জন ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু হয়েছিল। পরে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার যোগ দেন অনুশীলনে। ২৭ সদস্যের স্কোয়াডে থাকা হামজা চৌধুরী ও শমিত সোম এখনও দেশে পৌঁছাননি। হামজা আসবেন আগামীকাল, আর শমিত দুদিন পর যোগ দেবেন ক্যাম্পে।

আজ কিউবা মিচেলের সঙ্গে জাতীয় দলে উঠেছেন ফর্টিস এফসির তরুণ ফুটবলার মোরশেদ আলী। বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে দেখা যাবে দুজনকেই। দলীয় সূত্রে জানা গেছে, ইনজুরির কারণে ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া ছিটকে পড়ায় কিউবা ও মোরশেদকে ডাকা হয়েছে।

আগামী ১৩ নভেম্বর রাত ৮টায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, ভেন্যু—পল্টনের জাতীয় স্টেডিয়াম। এরপর ১৮ নভেম্বর একই সময় মুখোমুখি হবে প্রতিবেশী ভারত।

Previous articleভারত ম্যাচের টিকিটে মূল্যবৃদ্ধি, সোমবার থেকে অনলাইনে বিক্রি শুরু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here