বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ইউসিবি অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের ঢাকা-২ বিকেএসপি ভেন্যুর ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে বিকেএসপিতে । জমজমাট ফাইনালে নারায়ণগঞ্জ জেলা দলকে ০-২ গোলে হারিয়ে বিকেএসপি দল চ্যাম্পিয়ন হয়।
আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে চলে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। বিরতির আগে মাহাদিন রাফি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বিকেএসপি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বিকেএসপি। একের পর এক আক্রমন হতে থাকে নারায়নগঞ্জের গোলপোস্টে। বিকেএসপির খেলা দেখে মনেই হয়নি তারা দশ জনের দল। অবশেষে ম্যাচের কাক্ষিত গোলের দেখা পায় বিকেএসপির আশিক আকন্দ। ৭০ মিনিটে নান্দনিক গোলে দলকে এগিয়ে দেন তিনি। নারায়নগঞ্জ চেস্টা চালায় গোল পরিশোধের কিন্তু ম্যাচের ৯০ মিনিটে বিকেএসপির পক্ষে দ্বিতীয় গোল করে নারায়ণগঞ্জের কফিনে শেষ পেরেক ঠুকে দেন কাউসার ইসলাম।

বাকি সময় আর গোল না হওয়ায় ০-২ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বিকেএসপি।
ম্যান অব দ্যা ম্যাচ হন নারায়ণগঞ্জ জেলা দলের ৭ নং জার্সিধারী সোহান। আর ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন বিকেএসপির ৯ নং জার্সিধারী নাফিদ আলম।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ব্রিগেডিয়ার বিকেএসপি’র মহাপরিচালক জেনারেল মুনিরুল ইসলাম, কর্নেল মাবুদ হাসান, উজ্জল চক্রবর্তী, রকিবুল ইসলাম, মো:নাজিম উদ্দিন আহমেদ, রবিউল হাসান খান মনা।
বিকেএসপি দল জাতীয় চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে নোয়াখালীতে।