বাফুফে আয়োজিত ইউসিবি অনুর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের ঢাকা-১ জোনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক দল রাজবাড়ী। ফাইনালে তারা শরিয়তপুর কে ৪-০ গোলে পরাজিত করে। টুর্নামেন্টের শুরু থেকেই রাজবাড়ী দল ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করে আসছিল এবং শেষ পর্যন্ত শিরোপা ঘরে তোলে।
জোনাল পর্বে রাজবাড়ী একাধিক শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে শীর্ষস্থান দখল করে নেয়। ফাইনাল ম্যাচে তারা দক্ষতা, দলগত সমন্বয় এবং প্রতিরক্ষা ও আক্রমণে ভারসাম্যপূর্ণ খেলা প্রদর্শন করে জয় নিশ্চিত করে।
রাজবাড়ী দলের হয়ে সেরা পারফরম্যান্স দেখান ফরোয়ার্ড কাউসার কাজী (১০)। পাঁচ গোল করে তিনি টুর্নামেন্ট সেরা হন।ফাইনালে হ্যাট্রিক করে ম্যাচ সেরা হন মিনার (৯)।
রাজবাড়ীর এই জয়ে জেলার ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। কোচ, ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা জানান, এই সাফল্য আগামী দিনে জাতীয় পর্যায়ে ভালো পারফরম্যান্সের অনুপ্রেরণা যোগাবে।
এই জয়ের মাধ্যমে রাজবাড়ী দল পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে, যেখানে দেশের অন্যান্য জোন চ্যাম্পিয়ন দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।টুর্নামেন্টর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে নোয়াখালীতে।