কয়েকদিন আগেই বাছাইপর্ব পেরিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বর্তমানে অ-২০ নারী ফুটবল দল এশিয়ান কাপের বাছাইপর্ব খেলছে লাওসে। এবার অ-১৭ নারী দলের সামনেও এশিয়ান কাপ খেলার হাতছানি। আগামী ১৩-১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এই বাছাই।
আজ অনুষ্ঠিত হয় এএফসি অ-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের ড্র। যেখানে ২৭ দলকে ভাগ করা হয়েছে ৮টি গ্রুপে। পট-১ থেকে বাংলাদেশ পড়েছে “এইচ” গ্রুপে। যেখানে বাংলাদেশের দুই প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও জর্ডান। আগামী ১৩ অক্টোবর জর্ডান ও ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই গ্রুপের সবগুলো ম্যাচ আয়োজিত হবে জর্ডানে।
২০২৬ সালে চীনে অনুষ্ঠিত হবে অ-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্ব। স্বাগতিক চীন ছাড়া গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্স আপ জাপান ও তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়া সরাসরি মূল পর্বে খেলবে। বাকি ৮ দল নির্বাচন হবে বাছাইপর্ব থেকে। বাছাইয়ে ৮ গ্রুপ চ্যাম্পিয়ন সুযোগ পাবে মূল পর্বে খেলার। তাই অ-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করতে হলে বাংলাদেশের মেয়েদের চাইনিজ তাইপে ও জর্ডানকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে।