অরুণাচল প্রদেশে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে হিমালয়ের দেশ নেপালকে। গ্রপ ’এ’ চ্যাম্পিয়ন বাংলাদেশ আগামী ১৬ মে বিকাল ৪ টায় মুখোমুখি হবে গ্রুপ ’বি’ রানার্সআপ নেপালের।
এক জয় ও এক ড্র করে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে প্রথমে দুই গোলের লিড পায় বাংলাদেশ, কিন্তু দ্বিতীয়ার্ধে সব এলোমেলো করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়। ফলে ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প ছিলো না ফয়সাল-মোর্শেদদের। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে পরাজিত করে সাফের সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হচ্ছে তা জানতে আজ দুই গ্রুপেরই শেষ ম্যাচের দিকে নজর রেখেছিলো বাংলাদেশ দল। মালদ্বীপ ও ভুটানের মধ্যকার ম্যাচে যদি মালদ্বীপ ৩ গোলের বেশি ব্যবধানে জিততে পারতো তবে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে অংশ নিতো। সেক্ষেত্রে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়নের সাথে মুখোমুখি হতো ফয়সালদের। কিন্তু সেই সমীকরনে যেতে হয়নি, কেননা মালদ্বীপ ও ভুটানের মধ্যকার ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে, তাই দুই পয়েন্ট নিয়ে মালদ্বীপ গ্রুপে রানার্সআপ হয় এবং চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
সেমিফাইনালের প্রতিপক্ষ কে তা জানতে অপেক্ষা করতে হয়েছে ভারত ও নেপালের ম্যাচের জন্যও। প্রত্যাশিতভাবে ভারত নেপালকে পরাজিত করায় বাংলাদেশের ফাইনালে যাওয়ার প্রতিপক্ষ হয়েছে নেপালের যুবারা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ অবশ্য প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নয়। একদিন বেশি বিশ্রামের সুযোগ কাজে লাগিয়ে সেমিফাইনালের বাধাঁ টপকানোর লক্ষ্য গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের।