আগামী ৩রা ফেব্রুয়ারি অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ দিয়ে নারী ফুটবলের নতুন বছর শুরু হচ্ছে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও এবারের আসরে অংশ নিচ্ছে ভুটান, নেপাল এবং ভারত।

সিঙ্গেল লেগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে একবার করে মাঠে নামবে দলগুলো। শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। ৩রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। কমলাপুরের শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আয়োজিত হবে আসরের সব ম্যাচ। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোকে রাজধানীর পাঁচ তারকা হোটেলে রাখা হবে। তবে বরাবরের মতই স্বাগতিকদের বাসস্থানের ব্যবস্থা বাফুফে ভবনেই করা হবে। কারণ সেখানেই নারী ফুটবলাররা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন ফিফা কাউন্সিল মেম্বার এবং বাফুফের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

 

আজ রোববার বাফুফে ভবনে অনূর্ধ্ব-২০ সাফের আসন্ন এই আসর নিয়ে প্রত্যাশা এবং পরিকল্পনার কথা জানিয়েছেন কিরণ। গত বছর নারীদের সিনিয়র সাফ জেতা বাংলাদেশকে নিয়ে এবারও শিরোপা জয়ের স্বপ্ন বুনছেন তিনি। এছাড়া অনূর্ধ্ব-২০ দলে সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের ছয় ফুটবলার খেলার কথা রয়েছে। সেক্ষেত্রে অভিজ্ঞতার দিক থেকেও অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ। তাই তার স্বপ্নের পালে আরো হওয়া লাগছে, ‘আমরা আমাদের দল নিয়ে আশাবাদী। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবো। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর দেশের নারী ফুটবলের প্রতি সকলেরই প্রত্যাশা বেড়ে গেছে। আশা করি, আমরা সকলের প্রত্যাশা পূরণ করতে পারবো। আমাদের দল বেশ ভারসাম্যপূর্ণ। আশা করি আমরা ভালো কিছুই করতে পারবো।’

Previous articleজামালের জয়ের দিনে ড্র ফর্টিস-রহমতগঞ্জ ম্যাচ
Next articleবসুন্ধরার ঘাম ঝরানো জয়ের দিনে ড্র করেছে ফর্টিস-চ. আবাহনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here