আসছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াচ্ছে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। সে বাছাই সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। তবে শুরুতেই প্রাথমিক দলের সবাইকে পাওয়া যাচ্ছে না। কারণ দেশের শীর্ষ দুই ক্লাব আবাহনী ও বসুন্ধরা কিংসের এএফসির ম্যাচ খেলে ১২ আগষ্টের পর দলের সঙ্গে যোগ দেবেন। তাই আপাতত ১৯ সদস্যের আংশিক দল ঘোষণা করে অনুশীলন শুরু করছে বাংলাদেশ।
গত জুনের শেষদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করেছিল প্রবাসী ফুটবলারদের জন্য বিশেষ ট্রায়াল। সেখানে অংশ নিয়ে নজর কাড়েন যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদসহ কয়েকজন। শুরুতে গুঞ্জন ছিল, একাধিক প্রবাসী ফুটবলার প্রাথমিক ক্যাম্পে সুযোগ পাবেন। তবে শেষ পর্যন্ত ট্রায়াল থেকে আংশিক দলে ডাক পেয়েছেন কেবল জায়ান আহমেদ। তার ফিটনেস ও কৌশলগত সক্ষমতা মুগ্ধ করেছে সংশ্লিষ্ট কোচিং স্টাফদের। যদিও পর্যায়ক্রমে ক্যাম্পে আরো প্রবাসী ফুটবলারের যোগ দেওয়ার কথা জানিয়েছে বাফুফে।
আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এবারের অনূর্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্বে থাকছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। জাতীয় দলের স্প্যানিশ হেড কোচ হাভিয়ের ক্যাবরেরার পরিকল্পনা ও পরামর্শেই মূলত চলবে পুরো প্রস্তুতি প্রক্রিয়া। টিটু মাঠ পর্যায়ে এসব পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে থাকবেন।
এএফসি বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে ভিয়েতনামে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। মোট ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ পাবে আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ।
এ প্রতিযোগিতার জন্য প্রস্তুতির অংশ হিসেবে ১৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত বাহরাইনে ক্যাম্প করবে বাংলাদেশ দল। সেখানে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। এরপর ঢাকায় ফিরে ২৯ আগস্ট রওনা দেবে ভিয়েতনামের উদ্দেশে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের আংশিক স্কোয়াড:
গোলরক্ষক:
সাকিব আল হাসান, মো. ইমন, মো. আসিফ
ডিফেন্ডার:
জাহিদ হাসান শান্ত, শাকিল আহাদ তপু, কামাচাই মারমা, আলফাজ মিয়া, রাজন হাওলাদার, জায়ান আহমেদ, মিঠু চৌধুরী (শুধু ঢাকা ক্যাম্প)
মিডফিল্ডার:
আশরাফুল হক আসিফ, সাজেদুল নিঝুম, মইনুল ইসলাম মইন
ফরোয়ার্ড:
আরমান ফয়সাল আকাশ, রাজু আহমেদ জিসান, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল, পিয়াস আহমদ নোভা, মুর্শেদ আলী (শুধু ঢাকা ক্যাম্প)