আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।গতকাল উত্তেজনাপূর্ন ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।
নির্ধারিত সময়ে কোন দল গোল না করায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নৌবাহিনী দলের গোল রক্ষক শহীদুল আলম সোহেল দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন। দুটি শর্ট ঠেকিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রাখেন।
টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন বাংলাদেশ নৌবাহিনী দলের গোলরক্ষক শহীদুল আলম সোহেল।