টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে চারদিক থেকে প্রশংসায় ভাসছে নারী ফুটবল দল। প্রশংসার সঙ্গে মিলছে বিভিন্ন প্রতিষ্ঠানের সংবর্ধনা ও পুরস্কার। সেই ধারাবাহিকতায় এবার যৌথভাবে সাফজয়ীদের সংবর্ধনা দিতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে এক কোটি টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। বিওএ’র মিডিয়া কমিটির চেয়ারম্যান বশির আহমেদ শনিবার (১৬ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেন। সাবিনা খাতুন ও তার সতীর্থদের কক্সবাজারে বিশেষ সংবর্ধনার আয়োজন করার কথাও জানানো হয়েছে।

এদিকে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ১৭ নভেম্বর (রবিবার) বাফুফে ভবনে সাফ জয়ী নারীদের সংবর্ধনা দেবে ওয়ালটন গ্রুপ। তবে সংবর্ধনায় পুরস্কারের পরিমাণ জানায়নি তারা। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পুরো দলকে এক কোটি টাকার চেক ও সাউথ ইস্ট ব্যাংক প্রতি খেলোয়াড়কে ৩ লাখ টাকা করে অর্থ পুরস্কার প্রদান করে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রত্যেক খেলোয়াড়কে ২০ লাখ টাকা করে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন পুরো দলকে দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়।

Previous articleদ্বিতীয় ম্যাচে জিততে চায় ক্যাবররা
Next articleঘরের মাঠে লাল সবুজের দুর্দান্ত প্রত্যাবর্তন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here