ময়মনসিংহের শহীদ রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে গোলশূন্য ড্র করেছে ঢাকা আবাহনী। প্রতিপক্ষ ছিল পুলিশ এফসি। এই ম্যাচে জয় পেলে শিরোপার লড়াইয়ে মোহামেডানের সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে পারত আবাহনী, কিন্তু ড্রয়ের ফলে তাদের পয়েন্ট দাঁড়াল ১৪ ম্যাচে ২৮। বর্তমানে ঢাকা মোহামেডান শীর্ষে রয়েছে ৩৫ পয়েন্ট নিয়ে।
ম্যাচের শেষ দিকে আবাহনীর হতাশা আরও বাড়ায় পাপন সিংয়ের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হওয়া। উল্লেখ্য, প্রথম পর্বে দুই দলের সাক্ষাতে ২-০ গোলে জয় পেয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে মোহামেডান যদি পরবর্তী দুই ম্যাচ জিতে, তাহলে পেশাদার লিগের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে সাদা-কালোরা।
দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বড় চমক দেখিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-১ গোলে হারিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে দলটি। ইরফান ও শান্ত হোসেনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফকিরেরপুল। শেষ দিকে রাজন হাওলাদার একটি গোল শোধ করলেও ম্যাচে ফেরার মতো সময় পায়নি রহমতগঞ্জ।
চতুর্দশ রাউন্ড শেষে রহমতগঞ্জ ২০ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে, আর ফকিরেরপুল ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। তবে দিনের ফলাফলে নিশ্চিত হয়েছে চট্টগ্রাম আবাহনীর অবনমন। মাত্র ৩ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তলানিতে। বাকি চার ম্যাচে জিতলেও ফকিরেরপুলের ১৬ পয়েন্ট ছুঁতে পারবে না তারা। ঢাকা ওয়ান্ডারার্স ১৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে চট্টগ্রাম আবাহনীর ওপরে।