২২ দিন বিরতির পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছিল আজ। তিন ম্যাচের প্রথম দিনেই আলোচনায় দুই ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান। কুমিল্লায় আবাহনী হেরেছে ব্রাদার্স ইউনিয়নের কাছে, আর গাজীপুরে পুলিশ এফসির বিপক্ষে এগিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মোহামেডানকে।
কুমিল্লায় ব্রাদার্স ইউনিয়নের কাছে ১-২ গোলে হেরেছে ছয় বারের চ্যাম্পিয়ন আবাহনী। প্রথমার্ধের ৪ মিনিটেই নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্টার গোলে এগিয়ে যায় ব্রাদার্স। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ২–০ ব্যবধানে লিড নেয় দলটি। ইনজুরি সময়ে মালির সুলেমানা দিয়াবাতে আবাহনীর হয়ে ব্যবধান কমালেও তাতে স্বস্তি ফেরেনি স্কাই ব্লু শিবিরে। দুই ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট মাত্র ১, ব্রাদার্সের ৩।
গাজীপুরে মোহামেডান ১৯ মিনিটে রহিম উদ্দিনের গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারেনি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বাবলুর গোলে সমতায় ফিরে পুলিশ এফসি। বাকিটা সময় গোলশূন্য থাকায় মোহামেডানকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। দুই ম্যাচে তাদের পয়েন্ট এখনো মাত্র ১, পুলিশের সংগ্রহ ৪।
দিনের তৃতীয় ম্যাচে মানিকগঞ্জে ফকিরেরপুল ইয়ংমেন্সকে ২–০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধে আদু ও ইনজুরি সময়ে রাজন হাওলাদারের গোলে জয় তুলে নেয় পুরনো ঢাকার দলটি। চার পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে তারা, গোল ব্যবধানে এগিয়ে পুলিশ থেকেও।
আগামীকাল ফর্টিজ বনাম বসুন্ধরা কিংস—লিগ টেবিলের চিত্র পাল্টে দেওয়ার ম্যাচ। ফর্টিজ জিতলে এককভাবে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে, ড্র হলে রহমতগঞ্জ ও পুলিশের সঙ্গে যুগ্ম শীর্ষে। কিংস জিতলে তারাও চার পয়েন্ট নিয়ে সেই দলে যোগ দেবে। অন্য ম্যাচে মুখোমুখি হবে প্রথম রাউন্ডে ড্র করা পিডব্লিউডি ও আরামবাগ—সুযোগ মিলবে তাদেরও চার পয়েন্টে উঠে শীর্ষে ভাগ বসানোর।