দ্বিতীয়ার্ধের এক ঝলক আক্রমণেই ম্যাচের ভাগ্য গড়ে দেয় রাজশাহী স্টার্স। প্রথমার্ধে প্রতিরোধ গড়ে তোলা বিকেএসপি শেষ পর্যন্ত আলপি আক্তারের হ্যাটট্রিকের সামনে টিকতে পারেনি। নারী ফুটবল লিগে বুধবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৪-০ গোলের জয় তুলে নেয় রাজশাহী।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রাজশাহী স্টার্স। তৃতীয় মিনিটে স্বপ্না রানীর লং বল ক্লিয়ার করতে গিয়ে গোললাইন ছেড়ে এগিয়ে আসেন বিকেএসপির গোলকিপার মেঘলা রানী রয়। তবে বল নিয়ন্ত্রণে ভুল করলে পেছনে থাকা আলপি আক্তার দৌড়ে এসে নিখুঁত প্লেসিং শটে জালে বল পাঠান।
গোল হজমের পর সংগঠিত ফুটবল খেলতে থাকে বিকেএসপি। আইরিন, ইতি আক্তার ও মিশু রানীদের নেতৃত্বে শক্ত রক্ষণ গড়ে তোলে দলটি। সুযোগ বুঝে আক্রমণেও ওঠেন অয়ন্ত বালা ও প্রতিমা মুন্দারা। রাজশাহীর তারকাসমৃদ্ধ আক্রমণভাগ বারবার চেষ্টা করলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি তারা। এক গোলে পিছিয়েই বিরতিতে যায় বিকেএসপি।

দ্বিতীয়ার্ধেও শুরুতে প্রতিরোধ ধরে রাখে বিকেএসপি। আলপি, রিপা ও ঋতুপর্ণারা বেশ কিছু সময় রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হন। তবে ম্যাচের ৬২ মিনিটে বরফ গলে যায়। মাঝমাঠ থেকে রিপার উঁচু করে বাড়ানো বলে দৌড়ে গিয়ে নিয়ন্ত্রণে নেন আলপি। এরপর গোলকিপারকে পরাস্ত করে ডান দিক দিয়ে বল জালে পাঠান তিনি।
৬৯ মিনিটে ব্যবধান বাড়ান রাজশাহী স্টার্সের জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া তার শক্তিশালী শট বিকেএসপির গোলকিপার মেঘলা রানী রয় স্পর্শ করলেও তালুবন্দি করতে ব্যর্থ হন।
৭১ মিনিটে আসে ম্যাচের শেষ গোল। বদলি খেলোয়াড় মুনকির থ্রু বলে সুযোগ পান সৌরভী আকন্দ প্রীতি। তার শট প্রথমে গোলকিপার ঠেকালেও ফিরতি বলে আলপি আক্তার জাল কাঁপিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাহমুদা শরীফা অদিতির দল। টানা দুই ম্যাচ জিতে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ নারী ফুটবল লিগের নবাগত দল রাজশাহী স্টার্স। এর আগে তারা বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে ১২-০ গোলে হারিয়েছিল।
আপনি চাইলে ইনট্রো আরও হার্ড নিউজ, ফিচারধর্মী বা অনলাইন পোর্টাল স্টাইল করেও লিখে দিতে পারি।
দিনের অন্য ম্যাচে সিরাজ স্মৃতিকে ১-০ গোলে হারায় ঢাকা রেঞ্জার্স। সদ্যপুষ্করণী ৯-০ গোলে জামালপুর কাচারীপড়াকে পরাজিত করে।




