প্রথম ম্যাচে লড়াইয়ের ছাপ থাকলেও দ্বিতীয় ম্যাচে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখাতে পারল না বসুন্ধরা কিংস। কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে লেবাননের চ্যাম্পিয়ন আল-আনসারের কাছে ৩-০ গোলে হেরে এএফসি কাপে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশি ক্লাবটি। দুই অর্ধে এক গোল করে এবং যোগ করা সময়ে আরেক গোল হজম করে বড় ব্যবধানে হারতে হয়েছে মারিও গোমেসের দলকে।
কিংসের আক্রমণভাগে রাকিব হোসেন, দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো ও নাবীব নেওয়াজ জীবনের উপস্থিতি সত্ত্বেও প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি তারা। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টি বাঁচিয়ে না দিলে হার আরও বড় হতে পারত। লেবাননের দলের বিপক্ষে ম্যাচের শুরুতে যদিও উজ্জীবিত ফুটবলই খেলছিল কিংস। পঞ্চদশ মিনিটে রাকিবের নেওয়া শট ক্রসবারের অনেক ওপর দিয়ে গেলে হাতছাড়া হয় গোলের সুযোগ।

৩২তম মিনিটে প্রথম ভালো সুযোগটি তৈরি করে আল-আনসার। তপু বর্মনকে কাটিয়ে মাজেদ ওসমানের শট অল্পের জন্য পোস্টের বাইরে যায়। অবশেষে ৪৩তম মিনিটে আসে গোলের দেখা। ফ্রি কিক থেকে আসা বলে দূরূহ কোণ থেকে হেড করেন আবুবাকার আকুকি। বল ক্লিয়ার করতে গিয়ে গোলকিপার শ্রাবণ ও দোরিয়েলতনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে বল পেরিয়ে যায় গোললাইন।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে আল-আনসার। ৫৩তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও শ্রাবণের দৃঢ়তায় বেঁচে যায় কিংস। তবে ৭৩তম মিনিটে আর পারবেনি গোলরক্ষক। এবারে স্পট কিক থেকেই গোল করেন খালফাল্লাহ হিকেম। শেষ মুহূর্তে যোগ করা সময়ে কোনাকুণি শটে ব্যবধান ৩-০ করেন মোহাম্মাদ হেবাউস।
গ্রুপের প্রথম ম্যাচে আল-সাইবের কাছে ৩-২ গোলে হারা কিংস নিজেদের তৃতীয় ম্যাচে আগামী শুক্রবার মুখোমুখি হবে স্বাগতিক আল-কুয়েতের।




