আজ রাত আটটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচের আগের রাতে বাংলাদেশ দল তাদের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড জমা দিয়েছে ম্যাচ কমিশনারের কাছে। আর এই তালিকায় জায়গা হয়নি দেশের অন্যতম ফর্মে থাকা স্ট্রাইকার আল আমিনের।
গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগে দেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা ছিলেন আল আমিন। শিলং ম্যাচের স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। সিঙ্গাপুর ম্যাচে বদলি হিসেবে খেললেও ভারতের বিপক্ষে এবার পুরো ২৩ জনের স্কোয়াড থেকেই বাদ পড়েছেন। আল আমিনের মতোই চূড়ান্ত দলে জায়গা হয়নি মোরশেদ, গোলরক্ষক পাপ্পু ও ডিফেন্ডার রহমতের। তবে হংকং ম্যাচে স্কোয়াডে না থাকা কাজেম শাহ এবার ক্যাবরেরার পরিকল্পনায় জায়গা করে নিয়েছেন।
ইনজুরি থেকে ফেরার প্রক্রিয়ায় থাকা রহমত মিয়া ও ইব্রাহিমকে মাথায় রেখে কিউবা মিচেল ও মোরশেদকে ক্যাম্পে ডেকেছিলেন কোচ ক্যাবরেরা। শেষ পর্যন্ত মোরশেদকে না রাখলেও ২৩ জনের দলে জায়গা পেয়েছেন কিউবা। অন্যদিকে, চোট সমস্যায় ভোগা শেখ মোরসালিনও রয়েছেন কোচের চূড়ান্ত পরিকল্পনায়।
বাংলাদেশ দল স্কোয়াড জমা দেওয়ায় এখন চাপ বেড়েছে ভারতের উপর। দলীয় সূত্রে জানা গেছে, ভারত এখনও রায়ান উইলিয়ামসকে নিয়ে আনুষ্ঠানিক সম্মতি পায়নি। ফলে আজকের ম্যাচে উইলিয়ামসের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।




