ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের বিরুদ্ধে বিসিবি পরিচালক আসিফ আকবরের কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে ক্রীড়াঙ্গনে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, চার দিন পর সেই বিতর্ক নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের পাঠানো চিঠির জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়ে দিয়েছেন—আসিফের মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং তা বোর্ডের অবস্থান নয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাঠানো আমিনুলের স্বাক্ষরিত চিঠি ইতোমধ্যে পেয়েছেন তাবিথ আউয়াল। সেখানে বলা হয়েছে, কনফারেন্সে আসিফকে বিসিবি পরিচালক নয়, বরং জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে পরিচয় করানো হয়েছিল। চিঠিতে উল্লেখ করা হয়, নিজের জেলার ক্রিকেট কাঠামো ও মাঠসংক্রান্ত দীর্ঘদিনের হতাশা থেকে তিনি ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে ওই মন্তব্য করেছেন।

চিঠিতে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তির মতামত কখনোই বিসিবির অবস্থান নির্দেশ করে না। ক্রিকেট কনফারেন্সে দেওয়া আসিফের বক্তব্যও তাই বোর্ডের আনুষ্ঠানিক মন্তব্য হিসেবে বিবেচনা করা সঙ্গত নয়।

শেষ অংশে বিসিবি সভাপতি ফুটবল পরিবার ও ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করেন। তিনি লিখেছেন, উক্ত বক্তব্যের কারণে যদি কারও মনে আঘাত বা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত।

এদিকে, আসিফের মন্তব্য ঘিরে আজ সন্ধ্যায় সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবে সভা রয়েছে। সেখানে আসিফের বিরুদ্ধে কঠোর ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

Previous articleশেষ মুহূর্তের ‘ব্যাধি’ কাটাতে মানসিকতা–কৌশল–অভিজ্ঞতা—সব ক্ষেত্রেই পরিবর্তন দরকার: শমিত শোম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here