সাফের ট্রফি জিতে ঘরে ফিরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বিমানবন্দরে সংবাদ সম্মেলন শেষ করে বাফুফ ভবনের উদ্দেশ্যে ছাদ খোলা বাসে চড়ে যাত্রা শুরু করে বাংলাদেশ দল। পথে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা মুখরিত হচ্ছিলো রাজপথ। তবে সেখানে ঘটে বিপত্তি। ট্রফি সেলিব্রেশন করতে গিয়ে বিলবোর্ডের সাথে লেগে মাথায় আঘাত পায় বাংলাদেশ নারী দলের মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা।

আঘাত পাওয়ার ফলে মাথার একপাশ কেটে যায় ঋতুপর্ণার। ঘটনাটি ঘটে রাজধানীর রেডিসন ব্লু হোটেলের সামনে। হোটেলের সামনে এলে বাস একেবারে রাস্তার কিনারে চলে। ঋতুপর্ণা নিজ মোবাইলের মাধ্যমে ট্রফি উদযাপনের লাইভ করায় ব্যস্ত ছিলেন। তখনই রাস্তায় ঝুলানো বিলবোর্ডের সাথে লেগে মাথায় আঘাত পায় ঋতুপর্ণা।

আঘাত পাওয়ায় তাকে বাস থেকে নামিয়ে এনে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়। কাটা জায়গায় ঋতুপর্ণাকে তিনটি সেলাই দেওয়া হয়েছে। তবে আঘাত বেশী গুরুতর না হওয়ায় তাকে হাসপাতালে না রেখে মতিঝিলস্থ বাফুফে ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, ‘ঋতুপর্ণার মাথার একপাশ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে বিএফএফ ভবনে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখানে বাফুফের নিজস্ব ডাক্তার রয়েছেন। তাদের ব্যবস্থাপনায় পরবর্তী চিকিৎসা চলবে।’

ঋতুপর্ণার চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালে থাকাকালীন সময়ে তার পাশে সতীর্থ তাহুরা খাতুন। আঘাতের প্রসঙ্গে তাহুরা বলেন, ‘ঋতুপর্ণা ভালো আছেন। অ্যাম্বুলেন্সে থাকলেও শুয়ে থেকে আসার মতো অবস্থায় হয়নি তার। বসেই রয়েছেন। মাথার যে অংশে কাটা গেছে, সেলাই দেওয়ার পর সেখানে রক্ত পড়া বন্ধ হয়েছে।’

Previous articleসাবিনাদের ৫০ লাখ টাকা করে পুরস্কার দেবে তমা ও এনভয় গ্রুপ
Next articleউৎসবের মাঝেও দুঃখের খবর কৃষ্ণা-শামসুন্নাহারদের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here