এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশীপে এবারও মূলপর্ব দেখা হলো না বাংলাদেশের। ভিয়েতনামের কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হারের পর ইয়েমেনের বিপক্ষে ১-০ গোলের হার নিশ্চিত করে দিয়েছে বাংলাদেশের বিদায়। দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারালেও আর কোনো সম্ভাবনা থাকছে না লাল-সবুজের সামনে।
যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন আগের ম্যাচে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছিল। আজ বাংলাদেশের বিপক্ষে পেল নাটকীয় জয়। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর ইনজুরি সময়ে ফরোয়ার্ড আব্দুল আল আওমির একমাত্র গোলে জয় পায় তারা। গোলের পর সিজদায় পড়ে যায় ইয়েমেন দল, স্তব্ধ হয়ে যায় বাংলাদেশ ডাগআউট।
বাংলাদেশ শেষ আট মিনিট খেলেছে ১০ জন নিয়ে। বক্সের সামনে বিপজ্জনক ট্যাকলের কারণে জনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। একজন কম নিয়ে খেলেও শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচ সামলেছিল দল। কিন্তু ইনজুরি সময়ে গোল হজম করে বিদায়ঘণ্টা শোনে।
আগের ম্যাচের মতো এই ম্যাচেও ডাগআউটে ছিলেন না প্রধান কোচ সাইফুল বারী টিটু। সহকারী হাসান আল মামুন দায়িত্বে ছিলেন। একাদশে পরিবর্তন এনেও ফল পাননি তিনি। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামকে নামানো হলেও তেমন কার্যকর হতে পারেননি।
প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। অধিনায়ক শেখ মোরসালিনের শটও ফিরিয়ে দেন ইয়েমেন গোলরক্ষক। প্রবাসী জায়ান আহমেদ আবারও নজর কেড়েছেন লেফট ব্যাক থেকে আক্রমণে ভরসা হয়ে। কিন্তু গোলের অভাবেই ভেস্তে গেছে বাংলাদেশের স্বপ্ন।