চলতি বছর যেন বাংলাদেশের নারী ফুটবলের জন্য স্বপ্নযাত্রার বছর। জুনে সিনিয়র দল এবং জুলাইয়ে অ-২০ দল এশিয়া কাপে জায়গা করে নিয়েছে। এবার সুযোগ অ-১৭ দলের সামনে। আজ জর্ডানের আকাবায় চাইনিজ তাইপেকে হারাতে পারলেই তারাও নিশ্চিত করবে এএফসি অ-১৭ নারী এশিয়া কাপের মূল পর্ব।

বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। ম্যাচের তৃতীয় মিনিটেই সুরভী আকন্দ প্রীতির গোলে এগিয়ে যায় দল, কিন্তু শেষ মুহূর্তে ডিফেন্সের ভুলে সমতা ফেরায় জর্ডান। অন্যদিকে চাইনিজ তাইপে ৬-১ গোলে জর্ডানকে হারিয়ে শীর্ষে আছে। ফলে আজ বাংলাদেশকে জিততেই হবে, ড্র করলে বিদায় নিশ্চিত।

এমন সমীকরণে কিছুটা চাপ থাকলেও আশাবাদী কোচ সাইফুল বারী টিটু। তিনি বলেন,‘কোয়ালিফাই করতে হলে ম্যাচ জিততেই হবে। চাইনিজ তাইপে বেশ শক্তিশালী দল, তাদের খেলা আমরা দেখেছি। জর্ডান যেভাবে গোল খেয়েছে, সেসব ভুল এড়াতে হবে। শেষ ম্যাচ বলে কিছুটা চাপ আছে, তবে মানসিকভাবে আমরা প্রস্তুত।’

আজ জয়ের জন্য গোল করা যেমন জরুরি, তেমনি গোল না খাওয়াও সমান গুরুত্বপূর্ণ বলে জানালেন টিটু,‘গোল না খাওয়ার ব্যাপার ছাড়াও আমরা ভেবেছি কীভাবে তাদের বিপক্ষে গোল করা যায়। একটা গোলই খেলার মোমেন্টাম বদলে দিতে পারে। তাই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চাই আমরা।’

ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ অ-১৭ নারী দল—আজ জয়ই তাদের পথ দেখাবে এশিয়ার সেরাদের মঞ্চে।

Previous articleতৃণমূল ফুটবলে সাফল্যের স্বীকৃতি, এএফসি অ্যাওয়ার্ডে ব্রোঞ্জ পেল বাফুফে
Next articleথাইল্যান্ড সফরের আগে শেষ চট্টগ্রাম অধ্যায়, আজ ঢাকায় ফিরছেন নারী ফুটবলাররা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here