বাংলাদেশ ফুটবলের ইতিহাসে অভিনব এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বসুন্ধরা কিংস। দেশের প্রথম ক্লাব হিসেবে টানা ষষ্ঠ বার এএফসি আসরে অংশ নিতে আজ মঙ্গলবার কুয়েতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। জাতীয় বিমানসংস্থা ‘বাংলাদেশ বিমান’-এর একটি ফ্লাইটে দেশ ছাড়বে তপু বর্মণ–কিউবারা।

ক্লাব কর্তৃপক্ষের দেওয়া সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২৫ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ওমানের শক্তিশালী ক্লাব আল সীবের বিপক্ষে মাঠে নামবে কিংস। পরের ম্যাচে ২৮ অক্টোবর লেবাননের ঐতিহ্যবাহী ক্লাব আল আনসার এফসি’র মুখোমুখি হবে মারিও গঞ্জালেসের দল।এরপর ৩১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক কুয়েতের অন্যতম সফল ক্লাব কুয়েত এসসি’র বিপক্ষে খেলতে নামবেন তপুরা।

কুয়েত সফরের আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজিত সংবাদ সম্মেলনে হেড কোচ মারিও বলেন, ‘আমার ছেলেরা এই টুর্নামেন্টের জন্য গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে। মাঠে যদি ওরা সেরাটা দিতে পারে, তাহলে দারুণ কিছু ঘটবে বলে আমার বিশ্বাস।’

দলের অধিনায়ক তপু বর্মণও আত্মবিশ্বাসী কণ্ঠে জানান, ‘প্রতিপক্ষ যত কঠিনই হোক, আমরা প্রতিটি ম্যাচেই জয়ের জন্য মাঠে নামব।’

Previous articleবসুন্ধরা কিংস জয়ে ফেরায় টেবিলের লড়াই জমে উঠেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here