নারীদের জন্য এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। বাংলাদেশের কোন ক্লাব অংশ না নিলেও ৫ বাংলাদেশির সুযোগ মিলেছে এই আসরের বাছাইপর্বের খেলার। ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসির হয়ে খেলবেন তারা।
বাংলাদেশে নারীদের ঘরোয়া ফুটবল চলমান না থাকায় উল্লেখযোগ্য সংখ্যক ফুটবলাররা খেলছেন ভুটানের ঘরোয়া ফুটবলে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে অংশ নেবে ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসি। দলটিতে কয়েকদিন আগে যোগ দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের রাইট উইঙ্গার শামসুন্নাহার জুনিয়র।
কয়েকদিন আগে দলটিতে যোগ দেন জাতীয় দলের ফরোয়ার্ড তহুরা খাতুন। এরপর দিন কয়েক আগে দলটিতে যোগ দেন শাহেদা আক্তার রিপা। এবার আরো ২ ফুটবলার যোগ দিচ্ছেন দলটিতে। কয়েকদিন আগে অ-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা দলের দুই সদস্য যোগ দিচ্ছেন দলটিতে।
বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ক আফঈদা খন্দকার ও স্বপ্না রাণীকে দলে নিয়েছে রয়েল থিম্পু কলেজ এফসি। ইতিমধ্যেই ভুটানে গিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তারা। আফঈদা ও স্বপ্নাকে নিয়ে দলের রক্ষণ ও মাঝমাঠের শক্তি বাড়ানোর চেষ্টা ক্লাবটির। এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে ডি গ্রুপে খেলবে রয়েল থিম্পু কলেজ এফসি।
আগামী ২৫ আগষ্ট প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপের ক্লাব কাওশিউং অ্যাটাকার্স। এরপর ২৮ আগষ্ট দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়ার ক্লাব নেগোহ্যাং। আর শেষ ম্যাচে ৩১ আগষ্ট তাদের প্রতিপক্ষ লাওসের ক্লাব মাস্টার্স। এই গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাওসে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে মিলবে গ্রুপ পর্বে খেলার সুযোগ।