রয়েল থিম্পু কলেজ এফসির (আরটিসি) হয়ে এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে অভিষেক হলো বাংলাদেশের পাঁচ নারী ফুটবলারের। লাওসের ভিয়েনতিয়ানে আজ শুরু হওয়া প্রতিযোগিতার প্রথম ম্যাচেই মাঠে নামেন আফঈদা খন্দাকার প্রান্তি, শামসুন্নাহার সিনিয়র, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা ও তহুরা খাতুন। তবে জয়ের হাসি ফুটাতে পারেননি তাঁরা। চাইনিজ তাইপের ক্লাব কাওশিউং অ্যাটাকার্স এফসির কাছে ২-০ গোলে হেরেছে আরটিসি।

‘ডি’ গ্রুপের ম্যাচে ৬ মিনিটেই ইউমির গোলে এগিয়ে যায় কাওশিউং। বিরতির পর ৪৯ মিনিটে আলানিজ জেসিকা ব্যবধান দ্বিগুণ করেন। শেষ পর্যন্ত দুই গোলের লিড ধরে রেখেই জয় পায় ক্লাবটি। এই ম্যাচে শুরুর একাদশে ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা, স্বপ্না ও শামসুন্নাহার। বদলি হিসেবে মাঠে নামেন রিপা ও তহুরা।

আরটিসির পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার, উত্তর কোরিয়ার ক্লাব নায়েগোহ্যাংয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩১ আগস্ট স্বাগতিক মাস্টার অ্যাসোসিয়েশনের মুখোমুখি হবে দলটি।

দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল ও ভুটানের ক্লাব অংশ নিলেও এবারের আসরে নেই বাংলাদেশের কোনো ক্লাব। তবে ভুটানের প্রতিনিধিত্ব করা আরটিসির হয়ে গতবার খেলেছিলেন বাংলাদেশের তিন ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মারিয়া মান্দা। এবার তাঁদের পথ ধরে সুযোগ পেলেন আফঈদা-শামসুন্নাহাররা।

Previous article৬৪ জেলা নিয়ে শুরু হচ্ছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
Next articleএশিয়ান কাপ মিশন সামনে রেখে বড় পরিকল্পনায় বাংলাদেশ নারী ফুটবল দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here