দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল। ২০২১ সালের পর প্রথমবারের মতো ঐতিহাসিক এই ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো ঘরোয়া ক্লাবের আন্তর্জাতিক ম্যাচ। আসছে ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া ঢাকা আবাহনী তাদের হোম ম্যাচ আয়োজন করবে জাতীয় স্টেডিয়ামে।

আগামী ১২ আগস্ট বিকেল ৫টায় ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ। দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব ঢাকা আবাহনী এই ম্যাচ আয়োজন করবে নিজেদের হোম ম্যাচ হিসেবে। ক্লাবের পক্ষ থেকে আবেদন করার পর বাফুফে সেই আবেদন মঞ্জুর করে এবং বিষয়টি এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও (এএফসি) জানিয়েছে।

আবাহনীর ম্যানেজার ও বাফুফে নির্বাহী সদস্য সত্যজিৎ দাশ রুপু জানান, ‘আবাহনী ক্লাবের পক্ষ থেকে ফেডারেশনের কাছে ঢাকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য আবেদন করা হয়েছিল। ফেডারেশন আবাহনীর আবেদন মঞ্জুর করেছে এবং ইতোমধ্যে এএফসিকেও জানিয়েছে।’

ঢাকা আবাহনী তাদের এএফসি লাইসেন্সে হোম ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়াম দেখালেও, জাতীয় স্টেডিয়ামের সংস্কার সম্পন্ন হওয়ায় তারা ঢাকাতেই খেলতে চায়। চলতি বছরের নভেম্বরে ভারত ম্যাচের পর স্টেডিয়ামে পুনরায় বড় পরিসরে সংস্কারকাজ শুরু হবে। সেই সুযোগের আগে আগস্টে একটি হোম ম্যাচ আয়োজনের সুযোগ পেয়েছে আবাহনী। ফলে, সংস্কারের পর ঘরোয়া ক্লাব হিসেবে প্রথমবার জাতীয় স্টেডিয়ামে খেলবে তারা।

এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের। তবে এএফসি ক্লাব লাইসেন্স না থাকায় তাদের পরিবর্তে সুযোগ পেয়েছে রানার্সআপ ঢাকা আবাহনী। এছাড়া নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় অন্য দেশের কিছু ক্লাবের জায়গায় ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

Previous articleএশিয়ান কাপ খুলে দিল বিশ্বকাপের দ্বার!
Next articleসিঙ্গাপুরের কাছে হেরে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here