ফেডারেশন কাপের ড্র-তে একই গ্রুপে পড়েছে দেশের দুই জায়ান্ট ক্লাব বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া মৌসুমের প্রথম টুর্নামেন্টে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কিংস ও গতবারের প্রিমিয়ার লিগ জয়ী মোহামেডান।
শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত ড্র-তে ১০ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ তালিকা
গ্রুপ ‘এ’
- ঢাকা আবাহনী
- রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি
- ব্রাদার্স ইউনিয়ন
- ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব
- পিডব্লিউডি
গ্রুপ ‘বি’
- বসুন্ধরা কিংস
- মোহামেডান স্পোর্টিং ক্লাব
- ফর্টিস এফসি
- বাংলাদেশ পুলিশ এফসি
- আরামবাগ ক্রীড়া চক্র
সর্বশেষ ফেডারেশন কাপ ফাইনাল হয়েছিল ময়মনসিংহে। ঘটনাবহুল সেই ফাইনালে টাইব্রেকারে ঢাকা আবাহনীকে হারিয়ে শিরোপা জেতে বসুন্ধরা কিংস।
এবারের মৌসুমে পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে বাফুফে। আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হবে প্রিমিয়ার লিগ। লিগের মাঝে ফেডারেশন কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মঙ্গলবারে। এরপর আসবে সুপার কাপ। আর মৌসুম শেষ হবে স্বাধীনতা কাপ দিয়ে, যেখানে অংশ নেবে কেবল স্থানীয় ফুটবলাররা।